সেনাপ্রধানের চাপে উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের ভুয়া খবর ইউটিউবে
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল পদত্যাগ করেননি বরং, অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল এবং ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওর শুরুতেই একজন উপস্থাপক দাবি করেন, “অবশেষে নিজের দোষ স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিলো উপদেষ্টা ড. আসিফ নজরুল”। এই কথা বলার পর আসিফ নজরুলের দুটি ভিডিও ক্লিপ দেখানো হয়। উপস্থাপক বলেন, “এই দিকে গত এক সপ্তাহ যাবত ড. আসিফ নজরুলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ উঠে, একের পর এক ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়নের পক্ষে কাজ করছে আসিফ নজরুল, এমন অভিযোগ তুললে দেশজুড়ে তুমুল সাড়া জাগায়, এরি প্রেক্ষিতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে পদত্যাগে বাধ্য করান। কিন্তু তার বিরুদ্ধে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহী নানা অভিযোগ তোলা হয়, আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার কাজে ভারতকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল”
ভিডিও যাচাই ০১
আসিফ নজরুলের বক্তব্যের এই ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Kaler Kantho’ ইউটিউব চ্যানেলে গত ৩০ নভেম্বর ‘মিথ্যার একটা সীমা থাকা উচিত! সাংবাদিক ইলিয়াসকে আসিফ নজরুল |Elias Hossain |Asif Nazrul | Kaler Kantho’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর একটি অংশের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটিতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ডকুমেন্টারিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই ভিডিও প্রতিবেদনে আসিফ নজরুল পদত্যাগ করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিও যাচাই ০২
আসিফ নজরুলের এই ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘NTV News’ ইউটিউব চ্যানেলে গত ১০ আগস্ট ‘প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল | NTV News’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের কিছু অংশের সাথে আসিফ নজরুলের এই ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমগুলোতে ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং,উপদেষ্টা ড. আসিফ নজরুল পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho: মিথ্যার একটা সীমা থাকা উচিত! সাংবাদিক ইলিয়াসকে আসিফ নজরুল |Elias Hossain |Asif Nazrul | Kaler Kantho
- NTV News: প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল | NTV News
- Rumor Scanner’s Own Analysis
0 Comments