শেখ হাসিনার তিলক পরার দৃশ্য দাবিতে সম্পাদিত ছবি প্রচার
সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিলক পরার দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ফেসবুকে সবচেয়ে ভাইরাল পোস্টটি ৭ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে টিকটকে প্রচারিত উক্ত পোস্টটি ৮ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৩৭ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার তিলক পরার এই ছবিটি আসল নয় বরং, ভারতীয় লোকসভার বিরোধী দলীয় নেতা ও রাজনীতিবিদ রাহুল গান্ধীর একটি ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় রাহুল গান্ধীর স্থলে শেখ হাসিনার ছবি বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বরে চারটি ছবির সংযুক্তিসহ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন ও গণমাধ্যমে এ বিষয়ে প্রচারিত সংবাদ থেকে জানা যায়, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বরে সিভাগিরিতে ভারতের কেরালার কিংবদন্তি দার্শনিক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর সমাধিতে সম্মান প্রদর্শন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেসময়ে ধারণকৃত চারটি ছবি উক্ত পোস্টে সংযুক্ত করা হয়। উক্ত চারটি ছবির মধ্যকার একটি ছবির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত ছবিটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়। তবে, ছবিটিতে শুধুমাত্র রাহুল গান্ধীর স্থলে শেখ হাসিনাকে দেখা যায়।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ছবিতে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনার ছবি বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, শেখ হাসিনার তিলক পরার ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- INC – X Post
- South First – Bharat Jodo Yatra Day 7: Rahul Gandhi pays tribute to philosopher-reformer Sree Narayana Guru
- Rumor Scanner’s own analysis
0 Comments